মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

ইসলাম

শুধু সৌদিতে অবস্থানরতরা এবার হজ করতে পারবেন

 প্রকাশিত: ০৬:০৪, ২৩ জুন ২০২০

শুধু সৌদিতে অবস্থানরতরা এবার হজ করতে পারবেন

এ বছর সীমিত পরিসরে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। যারা এরইমধ্যে দেশটিতে অবস্থান করছেন শুধু তারই এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন। করোনাভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সোমবার সন্ধ্যায় সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়, ১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ সালে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বেরর হজপালনকারীরা হজে অংশ নিতে পারবেন না।

দেশটির দৈনিক আরব নিউজের এক অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নেন। কিন্তু এবার মহামারি করোনার কারণে মানুষ এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: