বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় টিকা নিলেই মুরগি ফ্রি!

 প্রকাশিত: ০৮:০৭, ২১ জুন ২০২১

ইন্দোনেশিয়ায় টিকা নিলেই মুরগি ফ্রি!

বিনামূল্যে (ফ্রি) কিছু পেতে কে না চায়? যদি মুরগি পাওয়া যায় তাহলে এর থেকে আর ভালো খবর আর কি হতে পারে! এবার একেবারে বিনামূল্যে মুরগি দেওয়ার কথা ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। তবে মরা কিংবা খেলনা মুরগি নয়। একেবারে জ্যান্ত মুরগি।
বিনামূল্যে মুরগি পেতে হলে তার জন্য একটি শর্ত পালন করতে হবে। কি সেই শর্ত? শর্ত হল, ফ্রিতে মুরগি পেতে হলে ইন্দোনেশিয়ার নাগরিকদের নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে করোনার টিকা নিতে হবে। তবেই হাতে চলে আসবে মুরগি।

এবার টিকাকরণে গতি আনতে অভিনব উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া। বয়স্ক মানুষকে টিকা গ্রহণে উৎসাহিত করতে উপহার হিসেবে জ্যান্ত মুরগি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা।
করোনার হাত থেকে রক্ষা পেতে দেশে দেশে চলছে টিকাকরণ কর্মসূচি। যদিও বিভিন্ন কারণে এই টিকা গ্রহণ করতে চাইছে না অনেক মানুষ। অনেকেই ভয় পাচ্ছেন। আবার কোথাও আছে নানা কুসংস্কার। আর তাই মানুষ যাতে টিকা নিতে উৎসাহিত হয় সেই একেক দেশ একেক রকম পন্থা অবলম্বন করছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: