শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

এডিটর`স চয়েস

প্রায় ৬ বছর পর নতুন উইন্ডোজ আনতে যাচ্ছে মাইক্রোসফট

 প্রকাশিত: ২০:০০, ৫ জুন ২০২১

প্রায় ৬ বছর পর নতুন উইন্ডোজ আনতে যাচ্ছে মাইক্রোসফট

কয়েকদিনের মধ্যেই পরবর্তী প্রজন্মের উইন্ডোজ আনছে মাইক্রোসফট। বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি প্রায় ৬ বছর পর নতুন উইন্ডোজ আনতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে গতানুগতিকভাবে এটি ‘উইন্ডোজ ১১’ নামেই বাজারে আসবে।
যদিও নতুন উইন্ডোজ নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি এখনো। তবে মাইক্রোসফটের ‘বিল্ড ২০২১’ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা এমনটাই আভাস দিয়েছেন।

মাসখানেক আগেও মনে করা হচ্ছিলো– হয়তো উইন্ডোজ ১০-এর হালনাগাদ সংস্করণ (21H2) আনা হবে। কারণ সম্প্রতি উইন্ডোজ ১০-এর আইকন, ফাইল এক্সপ্লোরারে পরিবর্তন ও উন্নয়নসহ বেশ কিছু পরিবর্তন এনেছিল মাইক্রোসফট।

জানা গেছে, বেশ কয়েক মাস ধরে মাইক্রোসফট তার অ্যাপ স্টোরটি আপডেট করতে কাজ করছে। আর মাইক্রোসফট বেসিক অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

এটিকে ‘আগামী প্রজন্মের উইন্ডোজ’ বলা হচ্ছে।  ২৪ জুন আনুষ্ঠানিকভাবে এটি অবমুক্ত হবে। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যান। সেদিন তারা সফটওয়্যারটির বিভিন্ন দিক ও ফিচার সম্পর্কে বিস্তারিত ধারণা দেবেন।

মাইক্রোসফট এবার থার্ড পার্টি কমার্স প্ল্যাটফরম অ্যাপে নিয়ে আসতে পারে। মাইক্রোসফট অ্যাপ স্টোরে থার্ড পার্টি ডেভেলপাররাও নিজেদের অ্যাপ তৈরি করে এতে অন্তর্ভুক্ত করতে পারবে। উইন্ডোজ স্টোরে গুগল ক্রোমের মতো অ্যাপও সাবমিট করতে পারবেন ইউজাররা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: