শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

শীত নিয়ে ফের দুঃসংবাদ: তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

 প্রকাশিত: ১১:৩৫, ৪ জানুয়ারি ২০২১

শীত নিয়ে ফের দুঃসংবাদ: তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

পাঁচদিন পর অর্থাৎ ৯-১০ জানুয়ারি থেকে দেশে শীতের তীব্রতা বাড়তে পারে। যা অব্যাহত থাকবে অন্তত এক সপ্তাহ। ওই সময় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। এমন দুঃসংবাদই দিয়েছে আবহাওয়ায় অধিদফতর।

রোববার আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, ‌৯-১০ জানুয়ারির দিকে দেশের প্রায় সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা কমবে। এতে শীতের তীব্রতা আরেকটু বাড়বে। যেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে সেগুলো আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে ঢাকা ও আশপাশের এলাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা তেমন নেই।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

দেশের উত্তরাঞ্চলের নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরো কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: