শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষার্থীকে থাপ্পড় মারার অপরাধে বরখাস্ত ইবির সহকারী প্রক্টর

 প্রকাশিত: ১৭:৫৬, ২৭ এপ্রিল ২০২১

শিক্ষার্থীকে থাপ্পড় মারার অপরাধে বরখাস্ত ইবির সহকারী প্রক্টর

আম পাড়ার কারণে শিক্ষার্থীকে থাপ্পড় মেরে পদ হারালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর আরিফুল ইসলাম। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান জানান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার আরিফুল ইসলামকে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। শিক্ষার্থীর লিখিত অভিযোগ ও প্রক্টরদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় ‘একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম’ বিভাগের মার্স্টার্সের এক শিক্ষার্থীকে থাপ্পড় মারেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে প্রক্টরিয়াল বডির এক মিটিংয়ে ঘটনার উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে ওই কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রতিবেদন দাখিল করার পর আজ এ পদক্ষেপ গ্রহণ করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: