শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণার দাবি ছাত্র ইউনিয়নের

 প্রকাশিত: ১৮:৪৪, ১৮ জানুয়ারি ২০২১

শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণার দাবি ছাত্র ইউনিয়নের

বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করাসহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এটি।

 

কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি মাহির শাহরিয়ার রেজা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে করোনাকালে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফ করতে হবে। শিক্ষক, শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টীকা দিতে হবে এবং ভ্যাক্সিনেশনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে, শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় এবং শিক্ষকদের বেতনের দায়ভার সরকারকে বহন করতে হবে। দ্রুত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: