বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

শব্দের চেয়ে দ্রুতগতির উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

 প্রকাশিত: ১৭:৩৯, ৫ জুন ২০২১

শব্দের চেয়ে দ্রুতগতির উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

মার্কিন উড়োজাহাজ সেবা সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স শব্দের চেয়ে দ্রুতগতির উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। ২০২৯ সালের মধ্যে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘বুম’ থেকে ১৫ টি সুপারসনিক উড়োজাহাজ কেনা হবে বলে জানিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স।

সাধারণত সুপারসনিক বিমানের গতি শব্দের প্রায় দ্বিগুন-সেকেন্ডে ৬৬০ মিটার। তবে এই নতুন বিমানের গতি হবে ঘণ্টায় ১ হাজার ১২২ মিটার।

প্রচণ্ড এই গতির ফলে বিমানটির যাত্রা পথের সময়সীমাও প্রায় অর্ধেকে নেমে আসে। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যুক্তরাজ্যের লন্ডনে যেতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা আর সান ফ্রান্সিসকো থেকে জাপানের রাজধানী টোকিওতে যেতে লাগবে মাত্র ছয় ঘণ্টা।

ইউনাইটেড এয়ারলাইনস ও বুম সুপারসনিক বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতিতে বলেছে, ইউনাইটেড এয়ারলাইনসের চাওয়া অনুযায়ী নিরাপত্তা, চলাচল ও টেকসইয়ের শর্তগুলো পূরণ করতে পারলেই একটি বাণিজ্যিক চুক্তির আওতায় ইউনাইটেড এয়ারলাইনস ওভারচার নামের ওই সুপারসনিক উড়োজাহাজগুলো কিনবে। ২০২৯ সালে যাত্রী পরিবহন শুরুর লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। এর মধ্য দিয়ে আকাশপথে যাত্রীবহনে কনকর্ডের মতো উচ্চগতির সুপারসনিক ফিরে আসতে পারে।

ইউনাইটেড এয়ারলাইনস ও বুম সুপারসনিকের চুক্তি অনুসারে প্রথমে ১৫টি উড়োজাহাজ সরবরাহ করা হবে। এ ছাড়া আরও ৩৫টি উড়োজাহাজ কিনতে পারবে ইউনাইটেড।

তবে এই উড়োজাহাজ নিয়ে অনেক বিশ্লেষকদের মনে সন্দেহেও রয়েছে। বিশেষ করে, উড়োজাহাজের গতিসীমা নিয়ে তাদের এই সন্দেহ প্রবল। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: