বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শনি থেকে বুধবারের মধ্যে দেশে আসছে ১৩ লাখ ডোজ কোভিশিল্ড টিকা

 প্রকাশিত: ১৬:২৭, ৩০ জুলাই ২০২১

শনি থেকে বুধবারের মধ্যে দেশে আসছে ১৩ লাখ ডোজ কোভিশিল্ড টিকা

বৈশ্বিক ভ্যাকসিন জোট কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার কোভিশিল্ড টিকা আগামী বুধবারের (৪ আগস্ট) মধ্যেই ১৩ লাখ ডোজ দেশে আসছে। 

স্বাস্থ্য অধিদফতর গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় দুই চালানে এ ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে। প্রথম চালানটি দেশে আসবে শনিবার (৩১ জুলাই), দ্বিতীয়টি আসবে বুধবার (৪ আগস্ট)।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, আমরা জাপান সরকারের কাছ থেকে কিছু ভ্যাকসিন পেয়েছি। আরও ভ্যাকসিন আসছে আগামী এক সপ্তাহের মধ্যেই। এগুলো হাতে পেলে দ্রুতই আমরা দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণদের ভ্যাকসিন দেওয়া শুরু করব।

প্রসঙ্গত, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার কোভিশিল্ড টিকার এক ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন ১৪ লাখেরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, তাদের দ্বিতীয় ডোজের অপেক্ষা ফুরাবে শিগগিরই। এবার দিন-তারিখও জানা গেল।

ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনে দেশে প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়। মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে সেই ভ্যাকসিন পাওয়ার কথা ছিল। জানুয়ারিতে সেই ভ্যাকসিনের প্রথম চালানের ৫০ লাখ ডোজ এলেও ফেব্রুয়ারিতে দ্বিতীয় চালানে আসে ২০ লাখ ডোজ ভ্যাকসিন। এর বাইরে ভারত সরকার দুই দফায় ৩২ লাখ ডোজ কোভিশিল্ড টিকা উপহার দিয়েছিল বাংলাদেশকে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: