বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শক্তিশালী ড্রোন দিয়ে চীন সীমান্তে দৃষ্টি রাখছে ভারত

 প্রকাশিত: ০৯:৩৭, ১৯ অক্টোবর ২০২১

শক্তিশালী ড্রোন দিয়ে চীন সীমান্তে দৃষ্টি রাখছে ভারত

প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ভারত উন্নত ইসরাইলি ড্রোনের বহর ব্যবহার করে অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় দিনরাত নজরদারি বাড়িয়েছে। বিপুল সংখ্যক ইসরায়েলি তৈরি হেরন মাঝারি উচ্চতার দীর্ঘ-ধৈর্যশীল ড্রোন পার্বত্য অঞ্চলে এলএসি-র ওপর চব্বিশ ঘণ্টা নজরদারি চালাচ্ছে এবং কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি পাঠাচ্ছে।
এভিয়েশন ব্রিগেড : এ অঞ্চলে তার বিমান শাখার সম্প্রসারণে সেনাবাহিনী এ বছর এ অঞ্চলে একটি স্বাধীন বিমান পরিবহন ব্রিগেড নিয়ে এসেছে যাতে সংবেদনশীল অঞ্চলে তার সামগ্রিক কর্মক্ষম প্রস্তুতি জোরদার করা যায়। রিমোট পাইলটেড এয়ারক্রাফট ছাড়াও সেনাবাহিনীর এভিয়েশন উইং এ অঞ্চলে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার রুদ্রের ওয়েপন সিস্টেম ইন্টিগ্রেটেড (ডব্লিউএসআই) ভেরিয়েন্টও মোতায়েন করছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: