শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

সিরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন

 প্রকাশিত: ২২:০০, ২৬ মে ২০২১

সিরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। বুধবার দেশটির স্থানীয় সময় সকাল থেকে ভোট দেয়া শুরু করেছে দেশটির নাগরিকেরা। এই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাসার আল আসাদ চতুর্থবারের মতো ক্ষমতায় 
ফিরবেন বলে আশা করা হচ্ছে। 

সরকার বলছে, এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে দশক ব্যাপী গৃহযুদ্ধ সত্ত্বেও সিরিয়া স্বাভাবিক রয়েছে। তবে পশ্চিমা দেশগুলো বলছে, এই নির্বাচন আসাদের ক্ষমতা সংহত করা ছাড়া আর কিছু নয়। এতে আসাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। 

আসাদের বিরুদ্ধে এবারের প্রতিদ্বন্দ্বিতায় নামা অন্য দুই প্রার্থী হলেন সাবেক ডেপুটি ক্যাবিনেট মন্ত্রী আবদাল্লাহ সালুম আবদাল্লাহ এবং ছোট একটি বিরোধী দলের নেতা মাহমুদ আহমেদ মারেই।

২০০০ সালে পিতা হাফিজের মৃত্যুর পর প্রথমবারের মতো ক্ষমতায় আসেন বাসার আল আসাদ। তার আগের ৩০ বছর প্রেসিডেন্ট ছিলেন তার বাবা হাফিজ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: