শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জাফরুল্লাহ খান মারা গেছেন

 প্রকাশিত: ১৭:০৯, ৩ ডিসেম্বর ২০২০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জাফরুল্লাহ খান মারা গেছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মির জাফরুল্লাহ খান জামালি মারা গেছেন।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ।

গত সপ্তাহে অসুস্থতা বেড়ে যাওয়ায় জামালিকে হাসাপাতালে নেয়া হয়। তিনি রাওয়ালপিন্ডির সশস্ত্র বাহিনীর কার্ডিওলজি বিভাগে চিকিৎসা গ্রহণ করছিলেন। শেষ দিকে তাকে করোনারি কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে রাখা হয়।

মির জাফরুল্লাহ খান জামালি ১৯৪৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। নাসিরাবাদ জেলার রোজান এলাকায় তিনি বেড়ে ওঠা এই নেতা ১৯৭০ সালে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭৭ সালে বেলুচিস্তান থেকে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হন।

২০০২ সালে তিনি পাকিস্তানের ১৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বেলুচিস্তানের একমাত্র নির্বাচিত প্রধামন্ত্রী ছিলেন তিনি। তাছাড়া তিনি পাকিস্তান হকি ফেডারেশনের (পিএফএফ) সভাপতিও ছিলেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: