শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ

 প্রকাশিত: ১৮:৩৪, ৯ আগস্ট ২০২০

লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করছে দেশটির জনগণ। চলমান এই পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। রবিবার দেশটির ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে এই ঘোষণা দেন তিনি।

এক বিবৃতিতে দেশটিতে চলমান প্রেক্ষাপটে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন মানাল। তিনি বলেন, বৈরুতের বিরাট বিপর্যয়ের পরে আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি। আমি ক্ষমা প্রার্থনা করছি কারণ আমি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারিনি।

শনিবার লেবাননে বিক্ষোভে অংশ নেন অন্তত পাঁচ থেকে সাত হাজার মানুষ। এদিন বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বৈরুত বন্দরের শহীদ চত্বর থেকে বিশাল মিছিল বের করা হয়। বিক্ষোভের মধ্যে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে একটি দল লেবানিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করে।

বিক্ষোভের সময় অন্তত ১১০ জন আহত হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: