বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

লেবাননে মন্ত্রীদের পদত্যাগের হিড়িক

 প্রকাশিত: ১৮:৪৩, ১০ আগস্ট ২০২০

লেবাননে মন্ত্রীদের পদত্যাগের হিড়িক

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করছে দেশটির জনগণ। চলমান এই পরিস্থিতির মধ্যেই দেশটির মন্ত্রীদের পদত্যাগের হিড়িক পড়েছে। তথ্যমন্ত্রীর পর এবার পদত্যাগের কথা জানিয়েছেন দেশটির পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার। রবিবার দেশটির ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে এই ঘোষণা দেন তিনি।

এক বিবৃতিতে দামিয়ানোস কাত্তার বলেন, দেশে সরকার সংস্কারের সুযোগ ছিলো। তবে বেশ কয়েকটি সুযোগ হারিয়েছে হাসান দিয়াবের সরকার।

এরপর, সোমবার দেশটির বিচারমন্ত্রী মেরি ক্লড নাজম তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছেন দেশটির সাধারণ মানুষ। বিস্ফোরণের ওই ঘটনায় এখন পর্যন্ত ১৫৭ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গৃহহীন হয়ে পড়েছে ৩ লাখ মানুষ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: