বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

ব্রেকিং

জাপানে কোলেস্টেরল কমানোর ওষুধ খেয়ে দু’জনের মৃত্যু, হাসপাতালে ১০০ ঈদের ছুটির আগে সব সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার সিদ্ধান্ত নোয়াখালীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলী হামলায় নিহত ১২ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করা হয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে : শিক্ষামন্ত্রী ইসরায়েলের ট্যাংক গাজার নাসের হাসপাতাল ঘিরে রেখেছে গাজায় হতাহতের সংখ্যা অনেক বেশি: ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন যশোরে গ্রেফতার গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ; হতাহত অনেক

আন্তর্জাতিক

লেবাননে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি

 প্রকাশিত: ২০:৫৪, ১৩ আগস্ট ২০২০

লেবাননে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে এ অনুমোদন দিয়েছে স্পিকার। সে সময়ে দেশটিতে দ্রুত নতুন সরকার গঠনের আহ্বান জানান তিনি।

এমন পদক্ষেপে হুঁশিয়ারি দিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। তাদের মতে এর মাধ্যমে সেনাবাহিনীকে কার্যকর ক্ষমতা দিলো লেবাননের পার্লামেন্ট। এর আগে গত ৫ আগস্ট বৈরুত বিস্ফোরণের একদিন পরেই দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করে দেশটির মন্ত্রিপরিষদ। এখন সেনাবাহিনী জরুরি অবস্থা বাস্তবায়ন করবে।

জরুরি অবস্থার আওতায় জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এমন যেকোনো ধরণের জমায়েত, সমাবেশ নিষিদ্ধ করতে পারবে সেনাবাহিনী। এছাড়া নিরাপত্তার জন্য হুমকি এমন মানুষের ঘরে ঢুকে প্রয়োজনে তাকে গ্রেফতারও করতে পারবে সেনাবাহিনী। এছাড়া সব কোর্টের কার্যক্রম পরিচালিত হবে সেনাবাহিনীর কোর্টে।

হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, পার্লামেন্টের এমন পদক্ষেপে মানবাধিকার ক্ষুণ্ন হবে। তাই বিস্ফোরণের ঘটনায় জরুরি অবস্থা জারি করায় উদ্বেগ প্রকাশ করেছে তারা।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: