শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

লেবাননকে সহায়তার জন্য আয়োজিত সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প

 প্রকাশিত: ২০:৫৩, ৮ আগস্ট ২০২০

লেবাননকে সহায়তার জন্য আয়োজিত সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর লেবাননকে সহায়তার জন্য আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।

টুইটারে ট্রাম্প বলেন, রবিবার আমরা ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ, লেবাননের নেতৃবৃন্দ এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আহ্বান করা সম্মেলনে অংশ নিতে যাচ্ছি। আমরা প্রত্যেকে সাহায্য করতে চাই।

ট্রাম্প আরো জানান, এ ব্যাপারে লেবাননের প্রেসিডেন্ট এবং সম্মেলনের আয়োজক ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের ৩টি বিমান প্রয়োজনীয় সরবরাহ নিয়ে লেবাননের পথে রয়েছে বলেও আউনকে জানান ট্রাম্প।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে ফোনালাপে দেশটির জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ট্রাম্প। এছাড়া এই কঠিন সময়ে স্বাস্থ্য ও মানবিক চাহিদা মেটাতে জরুরি সরবরাহ প্রদানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি।

নিউ জার্সির বেডমিনস্টারে গল্ফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, লেবাননের কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্য ও মানবিক চাহিদা পূরণে সহায়তায় কাজ করছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে পরবর্তীতেও আরো সহায়তা প্রদান করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: