শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

লন্ডনের মসজিদে লাউডস্পীকারে আযানের অনুমতি

 প্রকাশিত: ১৬:০৬, ৬ মে ২০২০

লন্ডনের মসজিদে লাউডস্পীকারে আযানের অনুমতি

লন্ডনের সংবাদমাধ্যমের বরাতে জি নিউজ জানায়, লাউডস্পীকারে আযানের অনুমতি শুধু রমযানের জন্য।

করোনার লকডাউন পরিস্থিতিতে এ বছরের রমযানে লন্ডনের ওয়েলথাম ফরেস্টের ১০ টি মসজিদে প্রথমবারের মতো লাউডস্পীকারে আযানের অনুমতি দিল প্রশাসন। খবর জি নিউজ উর্দুর।

অবশ্য লাউডস্পীকারে আযান শুধু মাগরিবের নামায এবং জুমআর জন্য দেওয়া যাবে। অন্যান্য সময় মুখেই আযান দিতে হবে।

তবে শুধু রমযান মাসেই দৈনিক এক ওয়াক্তের জন্য লাউডস্পীকারে আযান দেওয়ার অনুমতি পেয়েই খুশি প্রকাশ করেছেন ওয়েল্টহোম ফরেস্টের মুসলিম বাসিন্দারা।

ওয়েলথাম ফরেস্টের প্রথমবারের মতো লাউডস্পীকারে আযান শুনে আযান শুনে খুশিতে রাস্তায় বেরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে।

এর আগে করোনা পরিস্থিতিতে স্পেন, জার্মানিসহ ইউরোপের অনেক শহরেও প্রথমবারের মতো উচ্চস্বরে আযানের অনুমতি দেওয়া হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: