শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

রূপগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভেই বাচ্চার মৃত্যু

 প্রকাশিত: ১০:৩৩, ৪ মার্চ ২০২১

রূপগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভেই বাচ্চার মৃত্যু

রূপগঞ্জ উপজেলার ভুলতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় গর্ভের বাচ্চার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মা।

 

পুলিশ জানায়, তারাবো পৌরসভার খাদুন গ্রামের সবুজ মিয়ার স্ত্রী আমেনা বেগম উল্লিখিত হাসপাতালের গাইনি ও শিশুরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. সৈয়দা সোনিয়া রহমানের অধীনে চিকিত্সা নেন। গত ১৮ জানুয়ারি আমেনা বেগমের আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে গর্ভের বাচ্চা ও আমেনা বেগম সুস্থ আছেন মর্মে চিকিৎসক জানান। পরে ১৬ ফেব্রুয়ারি আমেনা বেগম আবারও ঐ চিকিৎসকের শরণাপন্ন হন। তখন তাকে আবারও আলট্রাসনোগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়। এ সময় আমেনা বেগম ও তার গর্ভের বাচ্চা আরো ভালো থাকার জন্য চিকিৎসক কিছু ওষুধ প্রয়োগ করেন। ওষুধ খাওয়ার পর থেকে আমেনা পেট ব্যথায় আক্রান্ত হন। গত ১৭ ফেব্রুয়ারি পেটব্যথা নিয়ে ডা. সোনিয়া রহমানের কাছে গেলে আমেনা বেগমকে ভুলতা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ব্যথা উপশমের জন্য চিকিত্সক ঘুমের ইনজেকশন ও ট্যাবলেট প্রয়োগ করলে পেটের ব্যথা আরো বেড়ে যায়। এ সময় ডা. সোনিয়া রহমান গৃহবধূ আমেনা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এক পর্যায়ে তিনি রোগী আমেনা বেগমকে হাসপাতাল থেকে বের করে দেন। উপায়ান্তর না দেখে মুমূর্ষু অবস্থায় আমেনা বেগমকে পার্শ্ববর্তী ভুলতা মেমোরি হাসপাতালে ভর্তি করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: