বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

রাশিয়ায় নির্মাণ হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন

 প্রকাশিত: ২১:৩৪, ২৮ মে ২০২১

রাশিয়ায় নির্মাণ হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নির্মাণ হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন। মধ্যপ্রাচ্যের দুবাইয়ে অবস্থিত সবচেয়ে উঁচু ভবন ‍বুর্জ খলিফার পরই হতে যাচ্ছে এর অবস্থান। সম্প্রতি এ সম্পর্কিত একটি পরিকল্পনা প্রকাশ করেছে স্কটিশ স্থাপত্য প্রতিষ্ঠান কেটল কালেকটিভ।

বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে স্বীকৃত ‍বুর্জ খলিফার দৈর্ঘ্য ৮২৮ মিটার। পরের অবস্থানে থাকা চীনের সাংহাই টাওয়ারের দৈর্ঘ্য ৬৩২ মিটার। আর কেটল কালেকটিভ ঘোষিত দ্বিতীয় উচ্চতম ভবন লাখতা সেন্টার টু হবে ৭০৩ মিটার।

সেন্ট পিটার্সবার্গের মূল লাখতা সেন্টারের পাশে হবে নতুন ভবনটি। পুরোনো ভবনটির উচ্চতা ৪৬২ মিটার, যা ইউরোপের সবচেয়ে উঁচু ভবন। এটি এনার্জি কোম্পানি গাজপ্রমের সদর দপ্তর।

লাখতা সেন্টার টু’র নকশায় নেতৃত্ব দিচ্ছেন টনি কেটল, যিনি আরএমজেএম নামের প্রতিষ্ঠানের হয়ে পুরোনো ভবনটির নকশাও করেন।

কেটল বলেন, বিশ্বজুড়ে বহুতল ভবনের ক্ষেত্রে টেকসই নকশার উদাহরণ হবে নতুন লাখতা সেন্টার।  এর নকশা খুবই নান্দনিক, আর জ্বালানি সাশ্রয়ে গুরুত্ব দেওয়া হবে। নতুন এ ভবনে ১৫০টি তলা থাকবে। অফিস, বাসস্থান ও বিনোদনের উপকরণের থাকবে এখানে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: