শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র

 প্রকাশিত: ১৯:৫৯, ৩০ আগস্ট ২০২০

রাশিয়ার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র

দূরপাল্লার একটি বোমারু বিমানের গতিপথ আটকে দেয়ায় রাশিয়ার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘অনিরাপদ ও অপেশাদারভাবে’ রাশিয়ার দু’টি জঙ্গিবিমান যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে।

এতে বলা হয়, গত ২৮ আগস্ট কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমার আকাশে মার্কিন বি-৫২ বোমারু বিমান নিয়মিত উড্ডয়নে ছিল। এ সময় রাশিয়ার দু’টি এসইউ-২৭ যুদ্ধবিমান সেটির গতিপথ আটকে দেয়।

ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার বলেন, রাশিয়ার পাইলটরা একই উচ্চতায় বি-৫২ বিমানটির ১০০ ফিট দূরে চলে এসেছিলেন যা তাদের অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ।

বিষয়টিকে আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক আইনের পরিপন্থি উল্লেখ করে বলা হয়, এ ধরনের আচরণ মধ্য আকাশে সংঘর্ষের অপ্রয়োজনীয় আশঙ্কা বাড়িয়ে দেবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: