শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

ইসলাম

রাতের নির্জন মুহূর্তে তাহাজ্জুদ

 প্রকাশিত: ১০:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২১

রাতের নির্জন মুহূর্তে তাহাজ্জুদ

আল্লাহর ক্ষমা লাভে, রহমত লাভে, বরকত ও নৈকট্য অর্জনের, দোয়া কবুলের, হাজত পূরণের ও বেলায়াত অর্জনের জন্য রাতের কিছু সময় একান্তে প্রভুর সান্নিধ্যের চেয়ে বড় ওসীলা আর কিছুই নেই।
 
সকল যুগের সকল নেককার মানুষের অন্যতম পুঁজি হলো রাতের নির্জন মুহূর্তগুলো।
 
সারাদিনের দাওয়াত, জিহাদ, কর্ম ইত্যাদি শত ব্যস্ততা সত্ত্বেও কখনোই রাসূলুল্লাহ সা., তাঁর সাহাবীগণ, নেককার তাবেয়ীগণ, তাবে-তাবেয়ীগণ তাহাজ্জুদ পরিত্যাগ করেননি।
 
নিরপেক্ষ বিচারে হাদীসের আলোকে তাহাজ্জুদ আদায় সকল মুসলমানের জন্য ‘সুন্নাতে মুয়াক্কাদা’ হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: