মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ‘হট এয়ার’ বেলুন দুর্ঘটনায় পাঁচ জন নিহত

 প্রকাশিত: ২০:২২, ২৭ জুন ২০২১

যুক্তরাষ্ট্রে ‘হট এয়ার’ বেলুন দুর্ঘটনায় পাঁচ জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে একটি ‘হট এয়ার’ বেলুন বৈদ্যুতিক লাইনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার নিউ মেক্সিকোর বৃহত্তম শহর আলবুকার্কির একটি এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, বেলুনটি বাতাস বাহিত হয়ে বৈদ্যুতিক লাইন গিয়ে পড়েছিল বলে মনে করা হচ্ছে। বৈদ্যুতিক লাইনের সঙ্গে ধাক্কা লাগার পর বেলুনটিতে আগুন ধরে যায়।

পুলিশ আরো জানায়, বেলুনটির চালক ও অপর তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, চতুর্থ যাত্রীকে সঙ্কটজনক অবস্থায় আলবুকার্কি হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই জন নারী।

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান পরিবহন প্রশাসনের (এফএএ) এক প্রতিবেদন অনুযায়ী, বেলুনের ঝুড়িটি আলবুকার্কির ওয়েস্ট সাইড এলাকার একটি রাস্তার পাশে একটি ওষুধের দোকানের সামনে পড়ে বিধ্বস্ত হয়। স্থানটি আলবুকার্কি আন্তর্জাতিক সানপোর্ট বিমানবন্দর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে।

দুর্ঘটনার সময় বেলুনটি ঝুড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অন্য কোথাও পড়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের সবার বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে বলে জানিয়েছে তারা কিন্তু কারও নাম প্রকাশ করেনি। ঘটনার সময় নিচে থাকা কেউ আঘাত পায়নি।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টার কিছুক্ষণ পর বেলুনটি বৈদ্যুতিক লাইনে গিয়ে ধাক্কা খায়।     

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: