শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

যে কোনো বিপদেই ভারতের সঙ্গে থাকবে অ্যামেরিকা

 প্রকাশিত: ০৭:২৬, ২৮ অক্টোবর ২০২০

যে কোনো বিপদেই ভারতের সঙ্গে থাকবে অ্যামেরিকা

মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও বলেছেন, চীনের থেকে তো বটেই, যে কোনো বিপদেই ভারতের পাশে থাকবে অ্যামেরিকা।

রুটিন বৈঠক। কিন্তু সেই সাধারণ বৈঠকই নতুন মাত্রা পাচ্ছে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে। টু প্লাস টু বৈঠকে যোগ দিতে সোমবারই ভারতে পৌঁছেছেন মার্কিন সচিব মাইক পম্পেও এবং সামরিক সচিব মার্ক এসপার।

মঙ্গলবার সকালে তাঁরা বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা এনএসএ অজিত ডোভালের সঙ্গে। দুপুরে তাঁরা বৈঠকে বসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সেখানে একাধিক সামরিক বিষয়ে চুক্তি হয়েছে দুই দেশের।

বৈঠকের পর পম্পেও বলেছেন, ”যে কোনো বিপদেই ভারতের সঙ্গে থাকবে অ্যামেরিকা। সেই বিপদ চীনের কাছ থেকে বা অন্য কোনোভাবে আসতে পারে। অ্যামেরিকার মনোভাবের কোনো পরিবর্তন হবে না। তারা ভারতের পাশেই থাকবে। ভারতের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার লড়াইয়ে অ্যামেরিকা সর্বদা ভারতের সঙ্গে আছে।” এভাবেই দিল্লি সফরে এসে চীন ও পাকিস্তানকে বার্তা দিলেন মার্কিন বিদেশ সচিব।

পম্পেও ভারতীয় প্রতিনিধিদের জানিয়েছেন, লাদাখ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে অ্যামেরিকা। সীমান্তে সামরিক উত্তাপ মোকাবিলায় ভারতকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: