বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানের হাসপাতালকে হামাসের সদর দফতর বলে দাবি করেছে ইসরায়েল

 প্রকাশিত: ২১:৫৮, ২ জুন ২০২১

পাকিস্তানের হাসপাতালকে হামাসের সদর দফতর বলে দাবি করেছে ইসরায়েল

পাকিস্তানের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে সেটিকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সদর দফতর হিসেবে প্রচার করেছে ইসরায়েল।

এ ঘটনায় ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ইসলামাবাদ। এ ধরনের কর্মকাণ্ড ‘বিশ্বকে বিভ্রান্ত করার অপচেষ্টা’ বলে মনে করছে পাকিস্তানি প্রশাসন।

গত ১০ মে থেকে ২০ মে পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরয়েয়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে অন্তত ২৫৪ জন প্রাণ হারিয়েছেন। 

এর মধ্যেই গত ২০ মে ইসরায়েলের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ ও সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট টুইটারে প্রকাশিত এক ভিডিওতে একটি হাসপাতালের ছবি দেখান, যেটিকে তিনি ‘গাজার বৃহত্তম মেডিক্যাল কমপ্লেক্স’ ও হামাসের সদর দফতর হিসেবে উল্লেখ করেন। ওই হাসপাতাল থেকেই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করছে বলে দাবি করেন এ নেতা।

তবে খুব দ্রুতই তার মিথ্যাচার ধরা পড়ে যায়। দেখা যায়, তিনি যেটিকে গাজার হাসপাতাল বলে দাবি করছেন, সেটি আসলে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতাল।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট যে মিথ্যাচার করেছেন তা অগ্রহণযোগ্য। এতে আমাদের গুরুতর আপত্তি রয়েছে। এটি বিশ্বকে বিভ্রান্ত ও প্রতারিত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। আমরা পাকিস্তানকে কলঙ্কিত করার এই প্রয়াসের নিন্দা জানাই।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: