বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির কয়েক মিনিটেই ফের সংঘর্ষ নাগোর্নো-কারাবাখে

 প্রকাশিত: ১৮:৫০, ২৬ অক্টোবর ২০২০

যুদ্ধবিরতির কয়েক মিনিটেই ফের সংঘর্ষ নাগোর্নো-কারাবাখে

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধরত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে হওয়া তৃতীয় যুদ্ধবিরতি চুক্তিও লঙ্ঘিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তিতে রাজি হয়েছিল প্রতিবেশি দুই দেশ। কিন্তু সেটিও স্থায়ী হয়নি।

সেপ্টেম্বরের শেষদিকে সামরিক সংঘাত শুরুর পর এর আগে রাশিয়ার মধ্যস্থতায় হওয়া দুটি যুদ্ধবিরতি চুক্তিও লঙ্ঘন করেছিল দেশ দুটি।

গোলাগুলি চলেছে রোববার রাতেও। একে অপরকে দোষারোপ করছে বিবদমান দুই পক্ষ। এর মধ্যে সোমবার সকাল ৮টা থেকে তৃতীয়বার যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল আর্মেনিয়া-আজারবাইজান। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার থেকে দীর্ঘ বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে।

রোববার শেষ পর্যন্ত তৃতীয়বার যুদ্ধবিরতির মানবিক সিদ্ধান্তে পৌঁছায় দুই পক্ষ। কিন্তু সোমবার সকাল হতেই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ আনলো দুই পক্ষই। এর জন্য আজেরি পররাষ্ট্রমন্ত্রী সোমবার সকালে সমস্ত দায় চাপিয়েছেন আর্মেনিয়ার ওপর। অন্য দিকে আর্মেনিয়ার প্রশাসন দায় চাপাচ্ছে আজারবাইজানের ওপর।

প্রায় এক মাস ধরে নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। প্রথম থেকেই দুই দেশকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করছে রাশিয়া। দুইবার রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে উভয় পক্ষ রাজি হলেও তা কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দুইটি দেশ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: