শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান

 প্রকাশিত: ২২:১৬, ২৪ জুন ২০২০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় ইরানের কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া দেশটিকে ওই চুক্তির সব শর্তাবলী মেনে নিতে হবে বলেও জানান তিনি।

রুহানি বলেছেন, আমরা জানি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে আলোচনায় বসার যে আহ্বানগুলো জানানো হয়েছে সেগুলো শুধুমাত্র “শব্দ ও মিথ্যাচার”।তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে কোনো সমস্যা নেই ইরানের। তবে আলোচনা শুধুমাত্র তখনই হবে যখন ওয়াশিংটন পরমাণু চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করবে ও চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইবে।

২০১৮ সালের মে মাসে মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষা করেই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: