শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এবার টুইনডেমিক আতঙ্ক

 প্রকাশিত: ০৮:২১, ১৩ অক্টোবর ২০২১

যুক্তরাষ্ট্রে এবার টুইনডেমিক আতঙ্ক

ক্ষুদ্রাতিক্ষুদ্র করোনা ভাইরাসে বিপর্যস্ত মানবজাতি। দুমড়ে মুচড়ে গেছে বিশ্ব অর্থনীতি। সামাল দিতে নাস্তানাবুদ হতে হচ্ছে আধুনিক বিশ্বকে।
‘প্যানডেমিকের’ পর এবার কোভিডের ‘টুইনডেমিক’। মার্কিন স্বাস্থ্য দফতরের তরফে এবার টুইনডেমিকের সতর্কতা জারি করা হল। চলতি বছর শীতেই টুইনডেমিকে আক্রান্ত হতে পারেন বহু মানুষ। এমনই সতর্কতা জারি করা হয়েছে মার্কিন দফতরের তরফে।

জিনহুয়ার তরফে স¤প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, প্রত্যেক বছর শীতের সময়ে বহু মানুষ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হন। সেই প্রবণতা এবার বাড়তে শুরু করবে বলে আশঙ্কা। ফলে টিকাকরণ সম্পন্ন হলেও প্রত্যেককে মাস্ক পরতে হবে। সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানানো হয়েছে মার্কিন স্বাস্থ্য দফতরের তরফে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: