বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাত্রীদের চাপে লঞ্চ চলাচলের সময় বাড়ল আরও ৪ ঘণ্টা

 প্রকাশিত: ১০:৩৮, ২ আগস্ট ২০২১

যাত্রীদের চাপে লঞ্চ চলাচলের সময় বাড়ল আরও ৪ ঘণ্টা

অতিরিক্ত যাত্রী চাপের কারণে লঞ্চ চলাচলের সময়সীমা আরও ৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত সময়সীমা থাকলেও ভোলার ইলিশাঘাট থেকে সকাল ১০টা পর্যন্ত লঞ্চ ছাড়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ)।

আজ সকালে ভোলার ইলিশাঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ওয়াটার বাস গ্রিনলাইন ও এমভি কর্ণফুলি।  এ ছাড়া চরফ্যাশন বেতুয়া থেকে ছেড়েছে দুটি লঞ্চ। অপরদিকে চট্টগ্রামগামী যাত্রী নিয়ে ছেড়ে যায় সিট্রাক খিজির ৫,  খিজির ৮ ও সুকান্তবাবু। বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক কামরুজ্জামান জানান, সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলাচলের নির্দেশ থাকলেও তারা সকাল ১০টা পর্যন্ত এ সুযোগ দেন। তবে গত দুদিনের চেয়ে আজ যাত্রী চাপ কম রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: