শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম মারা গেছেন

 প্রকাশিত: ১৮:৩২, ৩১ মে ২০২০

মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম মারা গেছেন

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ১১ টায় আব্দুল মোনেম সাহেব ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

গত ১৭ মে বাসায় ‘স্ট্রোক’ করলে আব্দুল মোনেমকে প্রথমে স্কয়ার হাসপাতালে এবং পরে সিএমএইচের ভর্তি করা হয়।

ব্রাক্ষণবাড়িয়ায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে বলে তার কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন।
আব্দুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোনেম দুই ছেলে এএসএম মাইনুদ্দিন মোনেম ও এএসএম মহিউদ্দিন মোনেমকে রেখে গেছেন।

মোনেম গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, ইগলু আইসক্রিম, এএমএল কন্সট্রাকশন, ম্যাংগো পাল্প প্রোসেসিং, ইগলু ফুডস, ড্যানিস বাংলা ইমালসন, ইগলু ডেইরি প্রোডাক্টস, সুগার রিফাইনারি, এম এনার্জি লিমিটেড, নোভাস ফার্মাসিউটিক্যালস, এএম আসফল্ট এ্যান্ড রেডিমিক্স লিমিটেড, এএম অটো ব্রিকস, এএম ব্র্যান অয়েল কোম্পানি, সিকিউরিটিজ ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং এএম বেভারেজ।

এ গ্রুপের মালিকানাধীন আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল যাত্রা শুরু করে ২০১৫ সালে।
এএম বেভারেজ ইউনিটের অধীনে কোকাকোলা ব্রান্ডের কোকাকোলা, ফ্যান্টা ও স্প্রাইট বোতলজাত করে আসছে আব্দুল মোনেম লিমিটেড।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: