শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

"মাথাব্যথা ও সর্দি" ভারতীয় ভ্যারিয়েন্ট এর প্রধান লক্ষণ

 প্রকাশিত: ০৯:৫৭, ১৫ জুন ২০২১

যুক্তরাজ্যে বর্তমানে কোভিড সংক্রমণের সাধারণ উপসর্গ মাথাব্যথা, গলা ব্যথা আর নাক দিয়ে সর্দি পড়া। জোয়ি কোভিড সিম্পটমস স্টাডির গবেষক অধ্যাপক টিম স্পেকটর বলেন, তরুণদের ক্ষেত্রে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়াটা ‘মারাত্মকভাবে সর্দি লাগার মতোই’ মনে হতে পারে।

যদিও তাদের খুব বেশি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা নেই। তবে তারা সংক্রামক হতে পারে এবং অন্যদের ঝুঁকিতে ফেলতে পারে। কারো সন্দেহ হলেই অবশ্যই তার টেস্ট করানো উচিত বলে মনে করেন যুক্তরাজ্যের এই অধ্যাপক।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস-এর মতে সাধারণত কোভিডের যে উপসর্গ দেখা যায় তা হলো: কাশি, জ্বর, স্বাদ ও গন্ধ না পাওয়া। কিন্তু অধ্যাপক স্পেকটর বলছেন, এই উপসর্গগুলো এখন আর তেমন দেখা যাচ্ছে না। 

জোয়ি টিম নিজেদের অ্যাপে কোভিড আক্রান্ত হাজার হাজার মানুষের উপসর্গ ভিত্তিক তথ্যের ভিত্তিতে এমনটা জানিয়েছে। এর প্রধান বলেন, মে মাসের শুরু থেকে অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গগুলো দেখা গেছে তা আগের মতো নয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: