শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেজর সিনহা হত্যা মামলায় চার আসামির ১০ দিনের রিমান্ড চেয়েছে র‌্যাব

 প্রকাশিত: ১৮:০৩, ১০ আগস্ট ২০২০

মেজর সিনহা হত্যা মামলায় চার আসামির ১০ দিনের রিমান্ড চেয়েছে র‌্যাব

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যা মামলায় চার আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে র‌্যাব।আগামী ১২ আগস্ট এই আদেশের শুনানি অনুষ্ঠিত হবে। এরইমধ্যে এ ৪ আসামিকে ২ দিনব্যাপী জেল গেইটে জিজ্ঞাসাবাদ শেষ করেছে তদন্তকারী র‌্যাব কর্মকর্তা।

সোমবার র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান জানিয়েছেন, যে ৪ জন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে আদালতে নতুন করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে। এ মামলায় নিহত মেজর সিনহার সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেব নাথকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: