শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মেক্সিকোতে ৮৫ হাজার লোক গুমের অভিযোগে ৩০ নৌ সেনা আটক

 প্রকাশিত: ১৪:৫৮, ১৬ এপ্রিল ২০২১

মেক্সিকোতে ৮৫ হাজার লোক গুমের অভিযোগে ৩০ নৌ সেনা আটক

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য টামাউলিপাসে বিপুলসংখ্যক মানুষ গুমের ঘটনায় দেশটির নৌবাহিনীর ৩০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
২০০৬ সালে দেশটির সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর টামাউলিপাসে নৌবাহিনী মোতায়েন করা হয়। তারপর থেকেই রাজ্যটির প্রায় ৮৫ হাজার মানুষ গুম বা নিখোঁজ রয়েছে।

অধিকাংশ ঘটনার পেছনে একাধিক অপরাধী চক্র জড়িত থাকলেও অনেক ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীকেও দায়ী করা হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত শুক্রবার গ্রেফতার নৌবাহিনীর সদস্যদের অ্যাটর্নি জেনারেলের অফিসে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনাটিকে দেশটির নৌবাহিনীর জন্য বড় আঘাত হিসেবে মনে করা হচ্ছে। কেননা, নৌবাহিনীকে মেক্সিকোর সবচেয়ে বিশ্বস্ত বাহিনী হিসেবে দেখা হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: