শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

মুসলিম পরিবারের শিশুরা কি শিখছে?

 প্রকাশিত: ২২:৪১, ১৩ অক্টোবর ২০২০

মুসলিম পরিবারের শিশুরা কি শিখছে?

এক দম্পতি বাসায় বেড়াতে এসেছেন। সাথে উনাদের বছর দশেকের ছেলে। ছেলেটা মাশাল্লাহ খুব বুদ্ধিদীপ্ত।
গল্পের সময় দেখলাম, ছেলেটা অনেক কিছু জানে। বিভিন্ন প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান সম্পর্কে জানে, বিশ্বে জলবায়ু পরিবর্তন এর প্রভাব সম্পর্কে জানে, কোন কোন দেশে যুদ্ধ হচ্ছে তাও জানে।

 

সে শাহরুখ খানের অন্ধভক্ত। শাহরুখের জীবনের ছোট ছোট ঘটনাও তার মুখস্ত। কোন কোন সিনেমা করেছে, কি কি পুরষ্কার পেয়েছে, শাহরুখ এর সুপারহিট সব ডায়লগও তার মুখস্ত। ওর জীবনের লক্ষ্য এবং আদর্শ শাহরুখ খান হওয়া, শাহরুখ খানের মত হওয়া তবে বলিউড নয়, হলিউডে গিয়ে প্রতিষ্ঠিত হওয়া। বাবা-মাও ছেলের জানার পরিধি দেখে বেশ খুশী। জিজ্ঞেস করে জানলাম, সবই সে শিখেছে ইউটিউব দেখে।

 

ছেলেটা অনেক ছোট, বড় হতে হতে ওর মন মানসিকতা হয়ত বদলাবে, জীবনের লক্ষ্যও হয়ত কয়েকবার বদলাবে৷ এগুলো নিয়ে বলারও কিছু নেই। ছেলেটার ভুল ধরাও আমার উদ্দেশ্য না। তবু কিছু কথা লিখার প্রয়োজন মনে হল।

 

শাহরুখ স্মার্ট এবং জনপ্রিয় অভিনেতা। তবে ওকে আদর্শ হিসেবে মানতে একজন মুসলিম হিসেবে আমার অন্তত তিনটা আপত্তি আছে। শাহরুখ একজন সনাতন ধর্মের নারীকে বিয়ে করে সংসার করছে যা ইসলামের দৃষ্টিতে অবৈধ। ওর ৩য় সন্তান সারোগেসি পদ্ধতিতে নেয়া, যা ইসলাম সম্মত নয়৷ এবং শাহরুখ মদের বিজ্ঞাপনে মডেল হয়ে মদের প্রচারে অংশ নিয়েছে, সেটাও অবৈধ। এরপর শাহরুখ ব্যক্তি জীবনে আদৌ ধর্ম পালন করে কিনা সেটা আমার জানারও প্রয়োজন নেই।

আরেকটু ব্যাখ্যা করি। শাহরুখ এর ধরুন, ১০ কোটি ভক্ত। এরমধ্যে মুসলিম অন্তত ২ কোটি। শাহরুখের ব্যক্তিগত ধর্ম পালন আশা করি না, না করলেও কারো ক্ষতি হয় না৷ কিন্তু ও যখন মদের বিজ্ঞাপন করে, ওর মুসলিম ফলোয়ারদের কাছে সেটা গ্রহণযোগ্য হয়ে উঠে। ও যখন অন্য ধর্মের কাউকে বিয়ে করে, সেটাও অনেকের কাছে উদাহরণ হিসেবে তৈরি হয়। এছাড়াও মুসলিম হিসেবে এসব কাজ বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তাই যে যত বড় সেলিব্রিটি তার তার তত বড় রেসপনসেবলিটি৷ ভুল উদাহরণগুলো ফলোয়ারদেরও বিপথে নিয়ে যায়। সঞ্জয় দত্ত এসব কাজ করলে মুসলিম ভক্তরা প্রভাবিত হয় না।

 

এখনকার মুসলিম শিশুরা শুধু মিডিয়া সেলিব্রিটিই না, টিভি সিরিয়াল আর ইন্টারনেটের বদৌলতে অন্যান্য ধর্মের দেব-দেবী আর ধর্মীয় উৎসব সম্পর্কেও অগাধ জ্ঞান রাখে।

 

কিছুটা কৌতুহল হতে ছেলেটাকে প্রশ্ন করলাম,


- ইসলাম ধর্মের ৪ জন খলিফার নাম বলতে পার?

 

ছেলেটা পুরো নিশ্চুপ হয়ে গেল। খলিফা কি এবং কারা কোন ধারণা নেই কিংবা আদৌ এধরণের কিছু কখনো শুনেনি।
বাবা-মাও প্রশ্নটা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন। মাথা নেড়ে বললেন,


- মুসলিম হিসেবে এসবও জানা উচিত।

 

আমি আর প্রশ্ন করে উনাদের বিব্রত করলাম না।

এই পোস্টটা উপরের ছেলেটা কিংবা ওর অভিভাবকদের সমালোচনার জন্যে নয়। এই পোস্টটা আসলে আমাদের জন্য, আপনাদের জন্য।

 

ভেবে দেখা দরকার, মুসলিম পরিবারগুলো তাদের সন্তানদের কি কি শিক্ষা দিচ্ছি এবং কি কি শিক্ষা আসলে দেয়া উচিত। শিশুরা কি শিখছে আমরা কি খেয়াল রাখছি নাকি পুরোটাই ওদের স্কুল আর ইউটিউবের হাতে ছেড়ে দিয়েছি!!

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: