বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মুম্বাইয়ে চিরনিদ্রায় শায়িত হবেন মুফতি সাঈদ আহমদ পালনপুরী

 প্রকাশিত: ১১:০১, ১৯ মে ২০২০

মুম্বাইয়ে চিরনিদ্রায় শায়িত হবেন মুফতি সাঈদ আহমদ পালনপুরী

আজ ১৯ মে মোতাবেক ২৫ রমযান মঙ্গলবার সকালে চাশতের সময় দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস মুফতি সাঈদ আহমদ পালনপুরী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী আজ সাড়ে এগারটায় পশ্চিম ‍মুম্বাইয়ে উশেওরা নামক মুসলিম কবরস্তানে তার দাফন হওয়ার কথা রয়েছে।

মুফতি সাঈদ আহমদ পালনপুরী ১৯৪২সনে জন্ম গ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা তিনি মাযাহেরুল উলূম সাহারানপুরে সমাপ্ত করে ১৩৭৭ হি. দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। দারুল উলুম থেকে শিক্ষা সমাপ্তির পর তিনি গুজরাটে জামিয়া আশরাফিয়ায় ১০ বছর শিক্ষকতা করেন। ১৯৭৫ সনে তিনি দারুল উলুম দেওবন্দে শিক্ষক হিসাবে নিয়োগ পান।
বিজ্ঞাপন

দারুল উলুম দেওবন্দে তিনি সকলের প্রিয় ও শ্রদ্ধেয় একজন উস্তায ছিলেন। ২০০৮ সনে তখনকার শায়খুল হাদীস মাওলানা নাসির খান ছাহেব ইন্তিকাল করলে তিনি শায়খুল হাদীস হন। তাছাড়া তিনি দারুল উলূম দেওবন্দে সদরুল মুদাররিসীন হিসাবেও অধিষ্ঠিত ছিলেন। হিন্দুস্তানে এবং বহিবিশ্বে তিনি একজন মুহাক্কিক আলেম ও মুহাদ্দিস হিসাবে প্রসিদ্ধ । তাকে বলা হত উস্তাযুল আসাতিযা, উস্তাযদের উস্তায। পৃথিবী জুড়ে হাজার হাজার আলেম তার ছাত্র কিংবা তার ছাত্রের ছাত্র।

তার রচনা ও সংকলনের তালিকাও অনেক বড়। যার মধ্যে হুজ্জাতুল্লাহিল বালিগা অন্যতম। তার রচনার মধ্যে পাঠ্য কিতাব যেমন রয়েছে, তেমনি নেসাবের বাইরে তিনি অনেক গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। তার ইন্তিকালে শুধু হিন্দুস্তান নয়, সারা জগতের ইলমী অঙ্গনে এক শূন্যতা তৈরি হল।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: