শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারী যান নির্মাণে ইরানের সশস্ত্র বাহিনীর স্বয়ংসম্পূর্ণতা অর্জন

 প্রকাশিত: ২১:৪২, ১২ আগস্ট ২০২০

ভারী যান নির্মাণে ইরানের সশস্ত্র বাহিনীর স্বয়ংসম্পূর্ণতা অর্জন

ট্যাংকবাহী যানসহ সব ধরনের অতি ভারী যান নির্মাণে ইরানের সশস্ত্র বাহিনী স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নওজার নেয়মাতি।

মঙ্গলবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানের অবকাশে সংবাদ সংস্থা ইরনাকে এ তথ্য জানান তিনি। ব্রিগেডিয়ার নেয়মাতি বলেন, ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমে ট্যাংকবাহী যান নির্মাণের ফলে এই বাহন নির্মাণে কিছু দেশের একচ্ছত্র আধিপত্যের অবসান হয়েছে।

ইরানের এই সমারিক কমান্ডার বলেন, তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা যাতে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র তৈরির পথে বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য ইরানের তরুণ বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্রিগেডিয়ার নেয়মাতি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন প্রতিরক্ষা খাতের প্রায় সব সামগ্রী নিজেই উৎপাদন করছে। তিনি আরো বলেন, শত্রুদের নিষেধাজ্ঞাকে ইরানি বিজ্ঞানীরা সুযোগে পরিণত করেছেন। তারা কঠিনতম নিষেধাজ্ঞার মধ্যেই সামরিক কাজে ব্যবহৃত অতি ভারী যান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: