শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মিয়ানমারের সহস্রাধিক নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া

 প্রকাশিত: ১৮:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারের সহস্রাধিক নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া

মিয়ানমারের সহস্রাধিক নাগরিককে স্বদেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির আদালতের আদেশ অমান্য ও মানবাধিকার গোষ্ঠীগুলোর আবেদন অগ্রাহ্য করে মঙ্গলবার তাদের ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান খায়রুল জাইমি দাউদ বলেন, কর্তৃপক্ষ মিয়ানমারের নৌবাহিনীর তিনটি জাহাজে করে মালয়েশিয়ার পশ্চিম উপকূলের সামরিক ঘাঁটি থেকে আটক এক হাজার ৮৬ জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠায়।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘অভিবাসন বিভাগ জোর দিয়ে বলতে চায় যে, কোনো রোহিঙ্গা অভিবাসী বা আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানো হয়নি।’

‘কোন প্রকার জোর-জবরদস্তি ছাড়াই যারা নিজের ইচ্ছায় ফিরে যেতে সম্মত হন তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।’

এর আগে মিয়ানমারের এই নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল কুয়ালালামপুর হাইকোর্ট।

দেশটির নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করতে যে বিচারিক পর্যালোচনার আবেদন করা হয়েছিল বুধবার সকালে আদালতে তার শুনানির কথা ছিল।

আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, এক হাজার ২০০ বন্দিকে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে তাদের সংখ্যা কেন কমলো তা পরিষ্কার হয়নি।

অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো জানিয়েছে, ফেরত পাঠানো লোকজনের মধ্যে কিছু সংখ্যালঘু নৃগোষ্ঠীর লোকজনও রয়েছেন যারা মিয়ানমারে নিপীড়নের শিকার হয়েছেন।

এখন মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে, এ সময় তাদের ফেরত পাঠিয়ে দেয়ায় তারা আরও বড় ঝুঁকির মধ্যে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছে তারা।

কিন্তু যাদের ফেরত পাঠানো হয়েছে তারা শরণার্থী না, তারা অভিবাসন আইন লঙ্ঘন করেছে বলে মালয়েশিয়ার জানিয়েছে।

এক বিবৃতিতে মালয়েশিয়ার ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন খাইরুল দিজাইমি দাউদ বলেছেন, “যাদের ফেরত পাঠানো হয়েছে তারা সবাই ফেরত যেতে স্বেচ্ছায় রাজি হয়েছেন, কাউকে কেউ জোর করে পাঠায়নি।”

যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে কোনো রোহিঙ্গা উদ্বাস্তু অথবা শরণার্থী নেই বলে জানিয়েছেন তিনি।

এর আগে এক বিবৃতিতে মালয়েশিয়া জানিয়েছিল, জাতিসংঘ হাই কমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) এ যারা নাম লিপিবদ্ধ করেছেন তাদের কাউকে ফেরত পাঠানো হচ্ছে না।

কিন্তু প্রকাশিত খবর অনুযায়ী, মালয়েশিয়ার অভিবাসী আটক কেন্দ্রগুলোতে ইউএনএইচসিআরের প্রবেশ এক বছরেরও আগে খেকে বন্ধ করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ; এর অর্থ দাউদের বিবৃতি সত্য কিনা তা জাতিসংঘের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে বিবিসি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ইউএনএইচসিআরে নাম লিপিবদ্ধ করা অন্তত ছয় জন আছে বলে সংস্থাটি জানিয়েছে।

অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো জানিয়েছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে নিপীড়ন এড়ানোর জন্য পালিয়ে এসে আশ্রয় প্রার্থনা করা সংখ্যালঘু চিন ও কাচিন জনগোষ্ঠীর লোকজনও রয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: