শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মিয়ানমারে ১০ সাংবাদিক আটক

 প্রকাশিত: ১৩:১৪, ২ মার্চ ২০২১

মিয়ানমারে ১০ সাংবাদিক আটক

মিয়ানমারে সামরিক সরকারবিরোধী বিক্ষোভের সংবাদ প্রচার করায় ১০ সাংবাদিককে আটক করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার তাদের আটক করা হলেও আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি বলে জানা গেছে।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই নিয়মিত বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে ২৮ ফেব্রুয়ারি রোববার বিক্ষোভকারীদের ওপর চূড়ান্ত রকমের সহিংস ভূমিকায় দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এদিন পুলিশের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। অভ্যুত্থানের পর এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

এদিকে মিয়ানমারের বিভিন্ন শহরে জান্তা সরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহে মাঠে কর্মরত ছিলেন আটককৃত সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আটক করা গ্রহণযোগ্য নয় জানিয়েছেন দেশটির সেভেন ডে নিউজের প্রধান সম্পাদক কো আহর মাহন।

তিনি গণমাধ্যমকে বলেন, ওই সংবাদকর্মীরা শুধু তাদের দায়িত্ব পালন করছেন, তারা বিক্ষোভ করছেন না।   

দেশটিতে বিক্ষোভের খবর প্রচারের কারণে ১৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ জন সাংবাদিককে আটক করা হয়েছে। শুধুমাত্র ১ মার্চেই আটক করা হলো ১০ জন সাংবাদিককে।

এদিকে, রোববারের বিক্ষোভে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর নির্বিচারের গুলি চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: