শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত ১৮

 প্রকাশিত: ১০:৫৭, ১ মার্চ ২০২১

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত ১৮

মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। 

জাতিসংঘ মানবাধিকার দফতর জানিয়েছে, রোববার দেশজুড়ে বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পুলিশ ও সামরিক বাহিনী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

অভ্যুত্থানের পর থেকে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে প্রায় প্রতিদিন সামরিক শাসন বিরোধী বিক্ষোভ হচ্ছে। কোনো কোনো দিন বিক্ষোভে লাখো প্রতিবাদকারী যোগ দিয়েছেন। পশ্চিমা দেশগুলো অভ্যুত্থানের নিন্দা করেছে, কয়েকটি দেশ সীমিত কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

এদিকে দেশটির সামরিক বাহিনী প্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, প্রতিবাদ মোকাবিলায় কর্তৃপক্ষ গণতান্ত্রিক পথ অনুসরণ করছে এবং পুলিশ রবার বুলেট ব্যবহারের মতো ন্যূনতম শক্তি ব্যবহার করছে। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: