শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মির্জাপুরে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

 প্রকাশিত: ১০:১২, ৪ ফেব্রুয়ারি ২০২১

মির্জাপুরে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর রেজাউল ইসলাম মাখন নামের এক সাজাপ্রাপ্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাখন উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি। তিনি ওই ইউনিয়নের ভররা গ্রামের সবুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রেজাউল ইসলাম মাখনের বিরুদ্ধে দুটি চেক জালিয়াতির মামলা রয়েছে। একটি মামলায় দেলদুয়ার আদালতের বিচারক ১০ লাখ টাকা পরিশোধ ও ১০ মাসের সাজার রায় দেন। ওই মামলাসহ মাখন দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বুধবার সন্ধায় মির্জাপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) এনামুল ও মনিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ভবরা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র আরো জানায়, মাখন একাধিক মামলার আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগও রয়েছে।

মির্জাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আজিম খান বলেন, 'রেজাউল ইসলাম মাখন সাজাপ্রাপ্ত মামলাসহ দুটি মামলার গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হবে।'

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: