বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কানাডার অন্টারিও প্রদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর সিদ্ধান্ত

 প্রকাশিত: ১১:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২১

কানাডার অন্টারিও প্রদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর সিদ্ধান্ত

কানাডার অন্টারিও প্রদেশের স্থবির অর্থনীতির চাকা সচল করতে একেরপর এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্টারিওর সরকার।

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক কর্মকান্ড নিরাপদে খুলে দেওয়া। সেই লক্ষ্যে
মন্ত্রিসভার বৈঠক থেকে  অর্থনীতি সচলের ব্যাপারে ভালো একটা ধারণা আমরা পাব। তবে সংক্রমণের হার বেশি এমন কিছু অঞ্চলের অর্থনীতি খুলে দিতে সপ্তাহখানেক দেরি হতে পারে।

উল্লেখ্য দৈনিক সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমে আসায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

গত বছরের ডিসেম্বরের ২৬ তারিখ থেকে অন্টারিওজুড়ে লকডাউন কার্যকর হয় এবং বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে।

ফোর্ড সরকার এরপর দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করার পাশাপাশি সংক্রমণ বাড়তে থাকায় ১২ জানুয়ারি স্টে-অ্যাট-হোম অর্ডার জারি করে।

দুটি আদেশের মেয়াদই আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা রয়েছে। তবে এর মেয়াদ আবার বাড়বে কিনা তা এখনও জানা যায়নি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডগ ফোর্ড বলেন, আমরা অর্থনীতি খুলে দিতে চাই, বিশেষ করে উত্তর অন্টারিওর গ্রামীণ অঞ্চলে, যেখানে সংক্রমণের হার কম আছে। সেক্ষেত্রে আমাদের প্রধান অগ্রাধিকারে থাকবে সুরক্ষা।

উল্লেখ্য কানাডায় গত ১৪ ডিসেম্বর থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও তা চলছে ধীর গতিতে।

অন্যদিকে কানাডার সরকার করোনা মহামারির প্রথম থেকেই নাগরিকদের সুস্বাস্থ্য ও অর্থনীতিক স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা এখনো বলবৎ রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: