বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মিয়ানমারের আসন্ন নির্বাচনে মুসলিমদের দাঁড়াতে বাধা দেয়া হচ্ছে

 প্রকাশিত: ১২:২৭, ১৩ আগস্ট ২০২০

মিয়ানমারের আসন্ন নির্বাচনে মুসলিমদের দাঁড়াতে বাধা দেয়া হচ্ছে

মিয়ানমারের আসন্ন জাতীয় নির্বাচনে একজন রোহিঙ্গা মুসলিমকে দাঁড়াতে বাধা দেয়া হয়েছে। রোহিঙ্গাদের প্রতি এই আচরণকে বৈষম্যমূলক আচরণ এবং নিপীড়িত সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালানোর লক্ষণ হিসেবে উল্লেখ করেছে মানবাধিকার সংস্থাগুলো। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা নিধন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। সে সময়ে প্রায় ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। 

জানা গেছে, এখনো প্রায় ৬ লাখ রোহিঙ্গা মিয়ানমারে রয়েছেন। তবে তাদের মধ্যে বেশিরভাগ নাগরিক হিসেবে বিবেচিত হয় না। ফলে তাদের কোনো ভোটাধিকার নেই বলে জানিয়েছে দেশটি। এমন পদক্ষেপকে বর্ণবাদী বলে বর্ণনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আঞ্চলিক নজরদারি সংস্থা ফোর্টিফাই রাইটস জানিয়েছে, ৩টি রোহিঙ্গা নেতৃত্বাধীন দল আগামী নভেম্বরের ভোটে কমপক্ষে এক ডজন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করানোর প্রত্যাশা করেছিলো।

রোহিঙ্গা সংখ্যালঘুদের পরিস্থিতি পর্যবেক্ষণকারী ডেমোক্র্যাসি ও হিউম্যান রাইটস পার্টির সদস্য আবদুল রশিদ ফোর্টিফাই রাইটসকে জানিয়েছে, মিয়ানমারের আসন্ন জাতীয় নির্বাচনে পদপ্রার্থী হতে চেয়েছিলেন তিনি। তবে প্রার্থী হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তাকে। তিনি আরো বলেন, মিয়ানমার তাদের পার্লামেন্টে রোহিঙ্গাদের জায়গা দিতে চায় না। এই কারণেই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: