শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

মিতু হত্যা: বাবুল আক্তার ৫ দিনের রিমান্ডে

 প্রকাশিত: ১৭:০৪, ১২ মে ২০২১

মিতু হত্যা: বাবুল আক্তার ৫ দিনের রিমান্ডে

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের পাঁচদিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সিনিয়র এসি (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দীন আহমেদ।

তিনি জানান, মিতু হত্যাকাণ্ডে তার বাবার করা মামলায় বাবুল আক্তারের সাতদিনের রিমান্ডের আবেদন জানায় পিবিআই। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে, একইদিন দুপুরে বাবুল আক্তারসহ মোট আটজনের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

মামলার অন্য আসামিরা হলেন- কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেসামুল হক ভোলা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম, সাইফুল ইসলম সিকদার ও শাহজাহান মিয়া। 

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই। এরপর নতুন মোড় নেয় মামলাটি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: