বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মায়ের সঙ্গে দেখা করা হলো না তানভীরের

 প্রকাশিত: ১৬:০৪, ১৭ জানুয়ারি ২০২১

মায়ের সঙ্গে দেখা করা হলো না তানভীরের

শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তানভীর আহম্মেদ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হালিম গুরুতর আহত হয়ে নকলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। তারা শেরপুর সদর উপজেলার আন্ধাড়িয়া কামারপাড়া গ্রামের বাসিন্দা। রবিবার সকালে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা পৌরসভার জালালপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর ও তার বাবা রবিবার সকালে রাজধানী ঢাকায় অবস্থানরত শিশুটির মায়ের সাথে দেখা করতে বাসা থেকে রওনা দেয়। ভ্যানে নকলা বাসস্ট্যান্ডে আসার পথে ট্রলির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার তদন্ত কর্মকর্তা (মামলার আইও) চন্দন কুমার পাল জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

ট্রলি ও ভ্যান গাড়িটি থানার হেফাজতে নেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: