বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরিয়াল অনুযায়ী নিবন্ধিত ব্যক্তিরাই ফাইজারের টিকা পাবে

 প্রকাশিত: ২১:০৬, ৮ জুন ২০২১

সিরিয়াল অনুযায়ী নিবন্ধিত ব্যক্তিরাই ফাইজারের টিকা পাবে

সিরিয়াল অনুযায়ী নিবন্ধিত ব্যক্তিরাই ফাইজারের টিকা পাবেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার নির্ধারিত চারটি টিকাদানকেন্দ্রে এই টিকা দেয়া হবে।

গতকাল সোমবার রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১’ উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজারের টিকা ও সিনোফার্মার টিকা দুটোই চলমান থাকবে। ১৩ তারিখে সিনোফার্মা থেকে আরো ৬ লাখ টিকা আসবে। তখন থেকে ফাইজারের টিকাদান কার্যক্রমও শুরু হবে। তিনি বলেন, সিনোফার্মের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হচ্ছি, তারা যেন আপাতত আগামী তিন মাসে দেড় কোটি টিকা দেয়।

মন্ত্রী বলেন, সিনোভ্যাকও টিকা দিতে আগ্রহ প্রকাশ করেছে এবং যৌথ উদ্যোগে বাংলাদেশে তারা টিকা তৈরিও করতে চায়। সিনোভ্যাকের টিকা ব্যবহারের জন্য জরুরি অনুমোদন দেয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে। তারা যদি আমাদের এখানে দিতে পারে এবং দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে তৈরি করতে পারে, তাহলে সে সুযোগও করে দেয়া হবে।

রাশিয়ার টিকা পেতে চুক্তি খসড়া পর্যায়ে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাশিয়া ইতিবাচক টিকার বিষয়ে দ্রুতই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: