শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩০০ ফুটের একটি বিস্ময়কর সুড়ঙ্গের সন্ধান

 প্রকাশিত: ২০:২৯, ৮ আগস্ট ২০২০

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩০০ ফুটের একটি বিস্ময়কর সুড়ঙ্গের সন্ধান

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩০০ ফুটের একটি বিস্ময়কর সুড়ঙ্গের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি। 

মেক্সিকো থেকে অ্যারিজোনায় মানুষ পাচার করতে ব্যবহৃত হত এই সুড়ঙ্গ। সুড়ঙ্গটিকে দেশটির ইতিহাসে সবচেয়ে অত্যাধুনিক সুড়ঙ্গ বলা হচ্ছে। তিন ফুট চওড়া এবং চার ফুট উচ্চতার এ সুড়ঙ্গে প্রশস্ত বায়ুচলাচল ব্যবস্থা আছে। আছে বিদ্যুৎ এবং পানির লাইন। শুধু তাই নয়, আছে ছোট একটি রেলপথও। তবে সুড়ঙ্গটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এখনো অ্যারিজোনা পর্যন্ত পৌছায়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের বেড়ার পাশে তারা একটি গর্ত দেখতে পেয়ে সতর্ক হন। এরপর সেখানে তারা সুড়ঙ্গটি খুঁজে পান। তবে সুড়ঙ্গটি কে এবং কিভাবে তৈরি করেছে তা নিয়ে অনেক রহস্যের সৃষ্টি হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, যদি এটি হাতে করা হয়ে থাকে, তাহলে অনেক দিন সময় লেগেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: