শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দা বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ইন্দোনেশিয়া

 প্রকাশিত: ১৯:০১, ২০ অক্টোবর ২০২০

মার্কিন গোয়েন্দা বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ইন্দোনেশিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি গোয়েন্দা বিমানকে অবতরণ ও জ্বালানি সংগ্রহের অনুমতি দেয়নি ইন্দোনেশিয়া।

মার্কিন সরকার যেসব বিমানের অবতরণের অনুমতি চেয়েছিল সেগুলো ছিল ‘পি-৮ পোসেইডন মেরিটাইম সার্ভেইলেন্স প্লেন’।

এই বিমানগুলো মূলত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক তৎপরতার প্রতি নজর রাখে। মার্কিন কর্মকর্তারা এগুলোকে ইন্দোনেশিয়ায় অবতরণ এবং সেখান থেকে জ্বালানি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জুকো উইদোদো।

গত জুলাই ও আগস্টেও মার্কিন সরকার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ করে অনুমতি পাওয়ার চেষ্টা করে। কিন্তু সেদেশের প্রেসিডেন্ট সে অনুমতি দেননি।

ইন্দোনেশিয়া সব সময় নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণের কথা বলে এসেছে। এ কারণে সেদেশের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক তৎপরতার বিরোধী জাকার্তা।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: