শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানব পাচার বন্ধে আইনে সংশোধন আনুন

 প্রকাশিত: ০৯:২১, ১৮ অক্টোবর ২০২১

মানব পাচার বন্ধে আইনে সংশোধন আনুন

দেশের স্বার্থে মানবপাচার আইনের কতিপয় আইন সংশোধনের দাবি জানিয়েছেন বায়রার ভুক্তভোগী সদস্যবৃন্দ। গতকাল রোববার রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেশকৃত এক স্মারকলিপিতে বায়রার সদস্যরা এ দাবি জানান। স্বারকলিপিতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে বলা হয়, সরকারের সার্বিক সহযোগিতায় দেশের বৈধ রিক্রুটিং এজেন্সিসমূহ ইতিমধ্যে ১ কোটি ২৫ লাখের অধিক নারী পুরুষ কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুব্যবস্থা করেছে। যাঁর মাধ্যমে কোভিড-১৯ এর মধ্যেও দেশের অর্থনিতির চাকা সচল রাখাসহ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: