মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

ইসলাম

মাদরাসা প্রতিষ্ঠাতা, শিল্পপতি আবদুল মোনেমের ইন্তেকাল

 প্রকাশিত: ১২:৪৪, ১ জুন ২০২০

মাদরাসা প্রতিষ্ঠাতা, শিল্পপতি আবদুল মোনেমের ইন্তেকাল

মাদরাসা মসজিদের হিতাকাঙ্খী বিশিষ্ট ব্যবসায়ী এম আব্দুল মোনেম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি গতকাল রোববার সকাল ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমার অফিস আব্দুল মোনেম বিজনেস ডিস্ট্রিক্টে হওয়ার কারণে উনার ইসলামের প্রতি আগ্রহ নিজ চোখে দেখার সুযোগ হয়েছে। জামাতের সাথে নামাজ আদায় করতেন। অসুস্হ হওয়া সত্ত্বেও জুমার নামাজ রাস্তায় গাড়িতে বসে আদায় করতেন।

ব্যক্তিগত জীবনে তিনি  নামাজি মানুষ ছিলেন। ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসার অবকাঠামো নির্মাণ এবং খরচ নির্বাহে অংশগ্রহণ করতেন বলে জানা যায়। দেশের কোন কোন বিশিষ্ট আলেমের  সঙ্গে যোগাযোগ রক্ষা করে তিনি মাদ্রাসা ও আলেম-উলামার খেদমতে অংশগ্রহণ করতেন বলেও জানা যায়।

মরহুমের নাতি মাওলানা ফাহিম সিদ্দীকী ফেসবুক পোস্টে লিখেছেন,  খেদমতে দ্বীনের জযবা এবং ওলামায়ে কেরামের মহববত ছিল তাঁর জীবনের অনুষঙ্গ। তার মধ্যে এমন অনেক গুণ ছিল যা কমপক্ষে প্রত্যেক যুগের বিত্তবানদের জন্য অনুসরণীয়। দাদার কাছে গিয়ে কেউ কখনো খালি হাতে ফেরেনি। চাকরি-টাকা, যাকে যেটা দেবার, দিয়েছেন। সব সময় আলেম উলামাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতেন। তাদের থেকে ধর্মীয় পরামর্শ নিতেন। তাঁর প্রধান কার্যালয়ে পাঞ্জেগানা মসজিদ ছিলো বাধ্যতামূলক। ধার্মীক কর্মকর্তা-কর্মচারীদের বেশি আদর করতেন।

তার সদকায়ে জারিয়ার অন্যতম হল, ব্রাহ্মণবাড়িয়ায় তার গ্রামের মাদরাসাটি, যা তিনি তৎকালীন সময়ের আকাবেরে আহলে ইলমের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ জামিয়াতুস্ সুন্নাহ মাদরাসা বিজেশ্বর।

জানা গেছে, স্ট্রোক করলে গত ১৭ মে আব্দুল মোনেমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নামাজে জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে সম্পন্ন হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: