বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মরক্কো ও ইথিওপিয়ায় ড্রোন রফতানি করতে যাচ্ছে তুরস্ক

 প্রকাশিত: ১৮:২৭, ১৫ অক্টোবর ২০২১

মরক্কো ও ইথিওপিয়ায় ড্রোন রফতানি করতে যাচ্ছে তুরস্ক

মরক্কো ও ইথিওপিয়ায় সশস্ত্র ড্রোন রফতানি করতে যাচ্ছে তুরস্ক। আন্তর্জাতিক সংঘাতে সফলভাবে তুরস্কের ড্রোন ব্যবহারের পর এমন খবর এসেছে।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ইথিওপিয়ায় তুর্কি ড্রোনের যে কোনো চালান পৌঁছালে তাতে কায়রোর সঙ্গে আংকারার সম্পর্ক আরো খারাপ অবস্থায় চলে যাওয়ার শঙ্কা রয়েছে। যদিও তুরস্কের সঙ্গে মিশরের টানাপোড়েনের সম্পর্ক কাটিয়ে উঠতে সম্প্রতি দুদেশকেই তৎপর হতে দেখা গেছে।

নীল নদে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নিয়ে ইথিওপিয়ার সঙ্গে মিসরের দ্বন্দ্ব রয়েছে। মিসরের দুটি নিরাপত্তা সূত্র বলছে, তুরস্কের সঙ্গে ইথিওপিয়ার যে কোনো চুক্তি আটকাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশকে অনুরোধ করেছে মিসর।

ড্রোন চুক্তি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি তুরস্ক, ইথিওপিয়া ও মরক্কো। তুরস্কের এক কর্মকর্তা বলেন, চুক্তিতে বিয়ারাকতার টিবি২ ড্রোন ক্রয়ে অনুরোধ করেছে ইথিওপিয়া ও মরক্কো। এতে অবশ্য অতিরিক্ত যন্ত্রাংশের নিশ্চয়তা ও প্রশিক্ষণকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: