শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশের চিকিৎসক হয়রানির প্রতিবাদ ও নিন্দা এনডিএফের

 প্রকাশিত: ১৪:৩২, ২১ এপ্রিল ২০২১

পুলিশের চিকিৎসক হয়রানির প্রতিবাদ ও নিন্দা এনডিএফের

পুলিশ-ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকদের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বুধবার এক বিবৃতি দিয়েছেন চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

এনডিএফ’র সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা: এ কে এম ওয়ালী উল্লাহ বিবৃতিতে বলেন, কোভিড মহামারীর এই সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা সম্মুখে থেকে জনসাধারণের সুরক্ষায় অগ্রনী ভুমিকা পালন করছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী চলমান সর্বাত্মক লকডাউনের এ সময়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীর কর্মস্থলে যাওয়া এবং আসার পথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে যাওয়া ও ফেরার পথে অসহযোগিতা করছেন এবং চিকিৎসকদের যানবাহনে জরিমানা করছেন।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: