শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুমতি নদীতে ট্রলার ডুবির ঘটনায় এক জনের মরদেহ উদ্ধার

 প্রকাশিত: ১৮:৫৮, ১৭ জানুয়ারি ২০২১

মধুমতি নদীতে ট্রলার ডুবির ঘটনায় এক জনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলার তালা এলাকার বালু ঘাটে মধুমতি নদীতে বালু বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মধ্যে মো. রিপন চৌকিদার (২৩) নামে এক জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
 
রোববার (১৭ জানুয়ারি) বিকেলে ট্রলারের কেবিনের মধ্যে বালুর নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল গনি চৌকিদারের ছেলে। এ ঘটনায় এখন পর‌্যন্ত নিখোঁজ রয়েছেন একই এলাকার শাহজাহান পাটোয়ারীর ছেলে বিল্লাল পাটোয়ারী(৩৩)।  
 
শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।  

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আবুল বাসার তালুকদার জানিয়েছেন, রাতের বেলায় জোয়ারের সময় বালু ভর্তি ট্রলার এনে তালা বালু ঘাটে নোঙর করে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাতে ভাটার সময় বালু ভর্তি ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পিছনের অংশ (কেবিন) পানিতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা তিন শ্রমিকের মধ্যে রুহুল আমীন মৃধা (৪৮) নামে এক শ্রমিক তীরে উঠতে পরলেও দুই জন নিখোঁজ হয়।  
খবর পেয়ে রোববার সকালে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ও খুলনা থেকে আসা ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বিকেলে নিখোঁজ ওই শ্রমিকদের মধ্যে রিপন চৌকিদারের মরদেহ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর‌্যন্ত বিল্লাল পাটোয়ারী নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।  

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: